উর্মী রায়

দুইশত চৌদ্দ বর্ষের ঐতিহ্য লালিত এতিহাসিক দ্বীনি শিক্ষা প্রতিষ্টান দাউদিয়া গৌছ উদ্দিন সিনিয়র  মাদরাসা । প্রতিষ্টালগ্ন থেকে ইসলামি শিক্ষার সঙ্গে আধুনিক শিক্ষার সুষ্টু ও সুব্ধ সমন্ময় সাধন এবং ছাত্র/ছাত্রীদের যথাযথ চারিত্রিক ও মানসিক গঠনের উপর সর্বাধিক গুরুত্বারোপ করায় যথেষ্ট সুনাম অর্জন করেছে । এই সুনাম অক্ষুন্ন থাকবে বলে আমার বিশ্বাস,আমি তার উন্নতি কামনা করছি।