নোটিশের তারিখ : ১৬ Dec, ২০২৩
প্রাচীন ইসলামী শিক্ষালয় দাউদিয়া গৌছ উদ্দিন সিনিয়র মাদরাসা কর্তৃক মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দুআ মাহফিল সম্পন্ন হয়েছে। ১৬ ডিসেম্বর, ২০২৩, শনিবার, সকাল ১১টায়, মাদরাসা কনফারেন্স হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে ও ছাত্র সংসদের ভিপি মো. আলী আকবর সুলাইমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা জনাব মকবুল হোসেন, মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মো. কামাল উদ্দিন, সহকারী অধ্যাপক জনাব সবুর আহমদ চৌধুরী, জনাব রিপন কুমার চক্রবর্তী, আরবি প্রভাষক মাওলানা মো. ইকবাল হুসাইন ও সহকারী শিক্ষক জনাব শাহজাহান।
ছাত্র সংসদের সাংগঠনিক সম্পাদক নুফাত খান এর শুভেচ্ছা বক্তব্যে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মো. জাহিদুল ইসলাম, আরবি প্রভাষক মাওলানা মো. জয়নুল আবেদীন, সহকারী শিক্ষক জনাব মো. খলিলুর রহমান, মাওলানা মুফতি মো. আব্দুর রশিদ, জনাব শামীম আহমদ, জনাবা শাহারা বেগম, জনাবা মনিরা জাহান ও জনাব মো. জুলেকুর রহমান মাহতাব, প্রমূখ।